জলে ডাঙায় / সৈয়দ মুজতবা আলী
০৫ জুন ২০২২
কোলাজ
"...শুনেছি, কোনো কোনো জেলার ফাঁসির আসামিকে নাকি গারদের দরজা সামান্য খুলে রেখে জেল থেকে পালাবার সুযোগ দেয় । আসামি ভাবে, জেলার বেখেয়ালে দরজা খুলে রেখে গিয়েছে। তারপর অনেক গা ঢাকা দিয়ে, একে এড়িয়ে, ওকে বাঁচিয়ে যখন সে জেলের বাইরে মুক্ত বাতাসে এসে ভাবে সে বেঁচে গেছে, ঠিক তখনই তাকে জাবড়ে ধরে দুই পাহারাওয়ালা— সঙ্গে জেলার তাকে চুমো খেয়ে বলে, ‘ভাই, জীবন কত দুঃখে ভরা । তার থেকে তুমি নিষ্কৃতি পাবে কাল ভোরে। আহাম্মুখের মতো সে নিষ্কৃতি থেকে এই হেয় নিষ্কৃতির চেষ্টা তুমি কেন করছিলে, সখা?’
পরদিন তার ফাঁসি হয়।
আমার মনে হয়, ফাঁসির চেয়েও ওই যে জেলের বাইরে ধরা পড়া সেটা অনেক
কঠোর, কঠিন, নির্মম।..."
এর দ্বারা পোস্ট করা
Pradipto
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন