১৮ ফেব্রুয়ারী ২০১১

এলোমেলো কথা


কিছুদিন প্রবল ঝড়বৃষ্টি স’য়ে
আপাতত চারিদিকে শান্তি বিরাজমান
এখন শহরে কোথাও কোনো সমস্যা নেই

টিভিতে ম্যাজিক দেখায় শাহরুখ খান




পর্নপরিচয়
মধ্যরাতে নীল অন্ধকারে ছবি শুরু হল
এরপর অবধারিত বাচ্চার কেঁদে ওঠা জলের বোতল,ভিজে অয়েল ক্লথ
কিছু বছর বাদে
আলাদা বিছানায় রাতটুকু কাবার
কবে শেষবার সূর্য ওঠা দেখেছো বলো তো!
টাইগার হিল না পুরী - কোথায় যেন আউটডোর হয়েছিল…
‘ঘুমোতে দাও, কাল ডিউটি যেতে হবে’
অতঃপর হাফ টাইমে বাদাম চিবোও ! 




আউটিং
আজ আমরা গাছ দেখতে যাবো। এমনিতে একটাও গাছ নেই এ শহরে। শোন নি আলাদা পার্ক বানিয়ে দেওয়া হয়েছে; ওদের জন্য
সেখানে গাছেরা অত্যাধুনিক যন্ত্র থেকে নিয়মিত কার্বন ডাই অক্সাইড পায়। রোববার বিকেলে বউ ছেলে মেয়ে,প্রেমিক প্রেমিকা আর ভেলপুরিঅলা নিয়ে ভিড় জমায়। গাছ দেখতে। এই রোববার ছুটি পাওয়া গেলে চলো,আমরাও যাবো।






পিপলকোটি
স্নান করার এজমালি কলঘরগুলোর সামনে থেকে লাইনে দাঁড়ানোর শুরু
তার পরে বাসে-ট্রেনে-ইন্টারভিউয়ের লাইনে কলকাতা আমাকে জড়িয়ে নিয়েছে সর্বাঙ্গে
পিপলকোটি'তে একরাত কাটানোর কথা মনে আছে
পাহাড় ছিল কুয়াশা সবুজ নদীও ছিল স্বচ্ছতোয়া
মেঘে মাখামাখি আদর ; নিজস্ব একটা চাঁদ ছিল না মেনে নিচ্ছি কিন্ত
তখন চোখদুটো অন্যরকম ছিল
পিপলকোটি বড় হয়ে গেছে আজকাল । সকালে স্কুলবাস এসে ওকে নিয়ে যায়
একদিন পিপলকোটি'তে ঠিক ফিরে যাবো




দাম্পত্য
দেওয়ালেই মানায় আমাদের। বিয়ের পরে প্রথম তোলা দুজনে একসঙ্গে দেওয়ালে ঝুলছি আমরা।
টিকটিকির মত। মাটিতে নেমে এলে অস্বস্তি। সন্ধে থেকে আসর বসায়, ঘর নোংরা করে। আবার না থাকলেও মনে হয় কী যেন একটা নেই। কে যেন একজন নেই। 
আমাদের পরষ্পরের কাছে অঙ্গীকার করেছিলাম - যাই হোক না কেন আমরা একসঙ্গে থাকব
ঈশ্বর মঙ্গলময়। নিয়মিত অভ্যেসে দুজনে একসঙ্গে দেওয়ালে ঝুলছি আমরা। 



শীতঘুম
একটু রোদ্দুর চাই
দীর্ঘ রাতগুলোয় বড় শীত করে আজকাল
ভয় করে একলা লাগে
পাঁজরের হাড়ের মধ্যে দিয়ে হু হু বাতাস বয়
যেন মর্গে শুয়ে আছি
শরীর জুড়ে ঘুম নামে না ধীরে ধীরে
কিছুদিন ছুটি নিয়ে কোথায় যেন গেছে
কবে ফিরবে তাও বলে যায় নি
বেঁচে থাকতে গেলে একটু রোদ্দুর চাই
সান স্ক্রিন লোশনের টিউবটাতে আপাতত জমুক ধুলো





দু'চার লাইন তোমার জন্য
আজ পিছুটান শুধু পরেশান, ধারাস্নানে ভেজা পুরনো বালিশ
নির্বোধ মুখ, আজ রোদ নেই, ঘড়িতে ন’টা পঁয়তাল্লিশ
এক একটা দিন ট্রেন চলে যায়, ফেলে রেখে যায় প্রশ্নোত্তর
পড়ে থাকে, ধু ধু একা প্ল্যাটফর্ম, নীলচে ধোঁয়ায় বুকের ভেতর


1 টি মন্তব্য: