২২ অক্টোবর ২০১৩

আরও কয়েকটা এলোমেলো কথা


কী যে এত খোঁজো
হাতের কাছে একটা জানলা পেলেই হল
অমনি খুলে দেখতেই হবে তার কী মানে
যতসব অন্ধকার তোমায় টানে




হারিয়ে ফেলে ফের খুঁজে পেলে তোমার প্রিয় ঝর্ণা কলম
সমস্ত দিন একলা থাকার নেশায় পাওয়া নিশির মত
চক্রাকারে মাথার উপর চিল-শকুনে মেলছে ডানা
রোদের গন্ধ বুকের ভেতর আরও একটা দিন চলে যায়




লাল ইঁটের দেওয়াল। পুরনো সাইকেল স্ট্যান্ড। সাদা চুনকাম করা ক্লাসরুম। বাঁদিক থেকে তিনটে ঘর ল্যাব। ধুলো পাক খেয়ে খেয়ে ওঠা গোড়ালি নিয়ে দাঁড়িয়ে আছে অশ্বত্থগাছ-
আরে বাঃ - ফেসবুকে ছবিটা দেখে অনেক পুরনো কথা মনে পড়ে গেল।
কী মজার দিন ছিল সে'সব, বল?



আজ রোদ ঝলমলে একটা দিন। অন্য আর পাঁচটা দিনের মত সোঁদা গন্ধ বেরনো জল-কাদা মাখা নয়। আজ আপন মনে ডিউটি যাওয়ার নেই। আজ একদম নয় গরম খিচুড়ি-ডিমভাজা দিন।
আজ রোদ্দুর। আজ ভালো কিছু একটা হবে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নিও।

এখন ব্যস্ততার দিন। নিয়ম করে যাই আর ফিরি। এটাই আমি সব সময় চেয়ে এসেছি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন